কক্সবাজারসময় ডেস্কঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষনা করেছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। তিনদিন পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্যসামগ্রী আমদানি-রপ্তানি। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এই তিনদিনের ছুটি ঘোষণা করেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন, স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর ও টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো নাছির উদ্দিন
এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) থেকে রবিবার (২ আগস্ট) পর্যন্ত টেকনাফ স্থলবন্দরের সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোমবার (৩ জুলাই) থেকে স্থলবন্দরে পূনরায় কার্যক্রম শুরু হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।