২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

উখিয়ায় জমি দখলে বাধাঃ প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে জমি দখলে বাধা দিলে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

১৭ এপ্রিল (রবিবার) ভোর ৬টার দিকে রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, রুহুল্লার ডেবা এলাকার রুহুল্লার ডেবা এলাকার আবদুস সালামের পুত্র আবদুল্লাহ আল কায়সার, আবদুল্লাহ আল ফায়সাল ও মৃত নুরুল ইসলামের পুত্র সাইফুল ইসলাম রুকন। তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে কায়সার ও ফায়সালের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, ওই গ্রামের সৈয়দুল কাদেরের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে বিভিন্ন সময় বিচার শালিস হলেও কোনো সুরাহা হয়নি। শেষমেশ এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সাইফুল ইসলাম রুকন জানান, আমাদের ৪০ বছরের ভোগদখলীয় উখিয়া থানাধীন রাজাপালং মৌজার আর এস খতিয়ান নং- ১৮০, আর এস দাগ নং- ১৩০৪, ২৫০২, ১৩০০, ১৩০১ এর আন্দর ২২ শতক জমি (যার চৌহদ্দি উত্তরে- নজু মিয়া মুন্সী গং এর নাল জমি, দক্ষিনে- নজু মিয়া মুন্সী গং এর নাল জমি, পূর্বে বিবাদীদের বসত বাড়ী, পশ্চিমে চলাচল। রাস্তা পরবর্তী উত্তর পুকুরিয়া কবরস্থান) আমার ও আমার অপরাপর শরীকদারগনের ওয়ারীশি এবং গত ১০/০৮/১৯৮২ ইং তারিখের উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসের রেজিঃ দলিল নং- ২৬৮৭ মূলে আমার জেঠা ৭নং সাক্ষী আব্দুস ছালাম (৭৫) এর নামে ক্রয়কৃত বহু বছরের ভোগ দখলীয় সম্পত্তি হয়। আমি ওয়ারীশদের পক্ষে বর্ণিত জমি শাসন সংরক্ষণ সহ তদারক করতে থাকি।

এদিকে জমির মূল্য বেড়ে যাওয়ায় এবং উক্ত জমি তাদের বাড়ির পাশে হওয়ায় তারা বিভিন্ন সময় জমিটি দখলের নেওয়ার পায়তারা করে এবং আমাদের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসে। তাই আমরা থানার দারস্থ হলে তাদেরকে নিয়ে বৈঠকে বসে সমাধানের জন্য ডাকলে তারা থানায় উপস্থিত না হলে স্থানীয়ভাবে শালিস করা হয়। স্থানীয় বৈঠকে ৩৫ শতকের জায়গার মধ্যে ৩২ শতক জায়গার রায় আমাদের পক্ষে এবং বাকী ৩ শতক তাদের পক্ষে রায় হয়। কিন্তু তা তারা মানতে নারাজ হয়।

তারই ধারাবাহিকতায় গতকাল ভোরের আলো ফোটার আগেই তারা অবৈধভাবে আমাদের জায়গায় দখলে নিতে ঘর বাধার কাজ শুরু করে। এমতাবস্থায় আমরা গিয়ে বাধা দিলে পূর্বপরিকল্পিত ভাড়া করা সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা করে। এখন আমার দুই ভাই কক্সবাজার সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। ভুক্তভোগীর পরিবার লিখিত দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।