উখিয়া থানা পুলিশ শনিবার রাত ১২ টার দিকে রাজাপালং ইউনিয়নের দক্ষিণ শিলের ছড়া মাছকারিয়া এলাকা থেকে জাল টাকা ও রোহিঙ্গা নাগরিক সহ ৩জন কে হাতে নাতে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে কুতুপালং রোহিঙ্গা বস্তির বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোঃ সেলিম (২৫), মোঃ ইসমাঈলের ছেলে আহমদ ইমতিয়াজ (২০) ও টেকনাফ উপজেলার হ্নীলা পানখালী গ্রামের জাবেদ (২৫)। এদের নিকট থেকে পুলিশ ৫ হাজার টাকার সমপরিমাণ ভেজাল ৫শ’ টাকার নোট উদ্ধার করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এব্যাপারে এএসআই জাকির হোসেন বাদী হয়ে বিদেশীয় নাগরিক আইনে একটি ও জাল নোট পাচার প্রতিরোধ আইনে একটি সহ পৃথক ২টি মামলা করা হয়েছে।
জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র বস্তির রোহিঙ্গাদের ব্যবহার করে উখিয়ার বিভিন্ন স্থানে জালনোট বাজারজাত করে আসছে। ইতিপূর্বেও উখিয়া থানা পুলিশ কোটবাজার এলাকা থেকে ১ লক্ষ ৫ হাজার টাকার সমপরিমাণ ৫শ টাকার নোট উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।