২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উখিয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা আদায়

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন। উপজেলার বালুখালী সহ বিভিন্ন স্টেশনে বেড়েছে অবৈধভাবে বিক্রি করা পলিথিন ব্যবসায়ীদের দৌরাত্ম্য। সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে এসব পলিথিনের ব্যবসা করে আসছে বালুখালীর জাফর আলমের ছেলে রশিদ আহমদ, মৃত ইয়াকুব আলির ছেলে আলি আকবর, মৃত আজিম উল্লাহর ছেলে আব্দুল হক সহ একটি শক্তিশালী সিন্ডিকেট।
সোমবার(১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী তে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসায়ীদের তিন মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) সালেহ আহমদ। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আজহারুল ইসলাম, উখিয়া থানার এসআই ওলিউর রহমান সহ অনেকে অভিযানে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির খবরে অভিযান পরিচালনা করে ৫শ কেজি পলিথিন জব্দ ও ৩টি মামলায় ৯২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসা না করার জন্য সবাইকে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।