২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উখিয়ায় বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট এ সুর্যমূখী ফুটবল দল চ্যাম্পিয়ন

কক্সবাজারের উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা খেলার মাঠে উখিয়া বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ৪টায় অনুষ্ঠিত খেলায় খেলোয়াড়দের মধ্যে অংশ নেন সুর্যমূখী ফুটবল দল বনাম গোলাপ ফুটবল দলে।
“মাদক ছাড় ক্রীড়া ধরো, সমাজ, দেশ, পরিবার ও নিজকে রক্ষা করো” এই স্লোগানকে ধারণ করে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনান খেলা উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বৌদ্ধ সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির সভাপতি প্লাবন বড়ুয়া।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং  ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন শর্মা রনি, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের, স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় বড়ুয়া, সাধারণ সম্পাদক সুভাষ বড়ুয়া, বিশিষ্ট সমাজ সেবক দিনেস বড়য়া, সিনিয়র শিক্ষক আশিষ বড়ুয়া, সিনিয়র শিক্ষক আদিত্য বড়ুয়া রাহুল।
আয়োজিত ফাইনাল খেলার সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) কক্সবাজারের সভাপতি এডভোকেট অনিল কান্তি বড়ুয়া ও সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ উখিয়া উপজেলা সভাপতি মেধু কুমার বড়ুয়া।
ফাইনাল খেলায় সুর্যমূখী ফুটবল দল ০-২ গোলে চ্যাম্পিয়ন হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।