২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

উখিয়ায় মৎস্য ঘের থেকে ভাসমান অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয়দের খবরে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
মৃত উদ্ধার যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে মো. শামীম হোসেন বলেন, সকালে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন জনৈক আলী হোসেন, মিজান, নুরু ও রোশন আলীর মালিকানাধীন মৎস্য ঘেরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন কল দিয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানিতে উপুড় হয়ে ভাসমান অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করেছে।
 পানিতে মৃত যুবকের হাত-পা খোলা অবস্থায় ছিল। পরনে ছিল অর্ধহাতা গেজ্ঞি ও লুঙ্গি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
এটি হত্যাকাণ্ড নাকি নিছক কোন দুর্ঘটনা তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, মৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।