৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

উখিয়ায় মৎস্য ঘের থেকে ভাসমান অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মৎস্য ঘের থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয়দের খবরে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
মৃত উদ্ধার যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে মো. শামীম হোসেন বলেন, সকালে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন জনৈক আলী হোসেন, মিজান, নুরু ও রোশন আলীর মালিকানাধীন মৎস্য ঘেরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন কল দিয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানিতে উপুড় হয়ে ভাসমান অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করেছে।
 পানিতে মৃত যুবকের হাত-পা খোলা অবস্থায় ছিল। পরনে ছিল অর্ধহাতা গেজ্ঞি ও লুঙ্গি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
এটি হত্যাকাণ্ড নাকি নিছক কোন দুর্ঘটনা তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, মৃত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।