২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ায় যুবলীগের নতুন কমিটি: শেখ হাসিনাকে কক্সবাজার-৪ আসন উপহার দেওয়ার প্রত্যয়

বিশেষ প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মনোনীত প্রার্থীকে জয়ী করে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কক্সবাজার-৪ আসনটি উপহার দিতে চায় কেন্দ্র ঘোষিত উখিয়া উপজেলা যুবলীগের নতুন কমিটি।

সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসাইনকে সভাপতি ও উপজেলায় ছাত্রলীগের পর শ্রমিকলীগের নেতৃত্ব দেওয়া ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা কে সাধারণ সম্পাদক করে ১৩ অক্টোবর (শুক্রবার) এই কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার একদিন পর, শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে
ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ” আশা করি নতুন কমিটি উখিয়ার যুবকদের সংগঠিত করে নৌকাকে বিজয়ে সম্মুখসারীতে ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অন্যতম এই সহযোগী সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিবেদিত হয়ে সংগঠনকে শক্তিশালী করতে চান নব নির্বাচিত সভাপতি ইমাম হোসাইন।

তিনি বলেন, ” আগামী নির্বাচনকে সামনে রাখে পরিকল্পিত সাংগঠনিক তৎপরতার মাধ্যমে এগিয়ে যেতে নতুন কমিটি ৫ ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে বদ্ধ পরিকর। ”

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সরোয়ার কামাল পাশা বলেন, ” কক্সবাজার-৪ আসন গুরুত্বপূর্ণ, প্রিয়নেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সারাদেশের মতো এ জনপদ আজ সমৃদ্ধ। আগামীতেও এখানে নৌকা জয়ী হবে, আমরা সে লক্ষ্যে আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে কাজ করবো।”

৯ বছর পর গত ১২ মার্চ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। ৭ মাস অতিক্রান্ত হওয়ার পর কক্সবাজার জেলার অন্য ৪ টি উলার সাথে উখিয়ার এই নতুন কমিটি দেয় কেন্দ্র।

উখিয়া সহ ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।