২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত এগারোটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নস্থ রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে- ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড। এঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফ হোসাইন।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া তিনি উল্লেখ করেন, গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত? সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

উখিয়া থানার ডিউটি অফিসার সূত্রে আরএ জানা যায়, শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য রামু সেনানিবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।