শহিদুল ইসলাম, উখিয়া:
পেকুয়ার পর এবার উখিয়ার থাইংখালী এলাকা থেকে ২২ বস্তা সরকারী চাল জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে থাইনখালী বাজারে জনৈক আকতারের গুদাম থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়েছে।
এসময় জড়িত থাকার অভিযোগে গুদামের মািলক আকতারকে আটক করা হয়েছে। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে উখিয়ার পালংখালীতে একটি চাল সিন্ডিকেট রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্য বেরিয়ে আসবে।
এ ব্যাপারে জানতে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীনকে ফোন করলে পাওয়া যায় নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মতা মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ২২বস্তা সরকারি চাল জব্দ করা হয়। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।