২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

উখিয়ার পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা ইয়াবাসহ আটক

বিশেষ প্রতিবেদক:

উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা জিয়াউল হককে আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছে থাকা ৪ হাজার ইয়াবা ও একাধিক ব্যাংকের চেক বইও জব্দ করা হয়। সোমবার (২২ নভেম্বর) ভোররাত ১টার দিকে বালুখালী বাজারস্থ পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫’র সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী।

জিয়াউল হক বাপ্পী (৩৭) পালংখালী ইউনিয়ন পরিষদের বালুখালী বাজারস্থ পূর্বপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

র্যাব কর্মকর্তা এএসপি মো. আবু সালাম চৌধুরী জানায়, পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে তার ২-৩জন সহযোগী পালিয়ে যায়। কিন্তু আটক হন জিয়াউল হক। জিজ্ঞাসাবাদে আটক জিয়াউল পলাতক সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছেন বলে স্বীকার করেছেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজি সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিয়াউল হককে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, ২০০৮ সাল হতে পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা হিসেবে কাজ করছে জিয়াউল হক বাপ্পী। তার মাদক সংশ্লিষ্টতা খুবই দু:খজনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।