২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়া রত্নাপালং ইউনিয়ন পরিষদের মনু মেম্বার আর নেই- জানাযায় শোকাহত মানুষের ঢল


উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের টানা পাঁচ বারের নির্বাচিত মেম্বার বিশিষ্ট সমাজসেবক নুরুল হক মনু প্রকাশ মনু মেম্বার (৪৫) আর নেই। তিনি গত ১৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ২.৩০ মিনিটের সময় কক্সবাজার ডিজিটাল হাসপাতালে শেষ মৃত্যুবরণ করেন। (ইন্না………..রাজিউন)! তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সমগ্র উখিয়া উপজেলার জনপ্রতিনিধিরা সহ নানা শ্রেণী পেশার মানুষ তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্য তার কোটবাজারস্থ বাড়ীতে সকাল থেকে ভীড় জমে। মনু মেম্বারের নামাজের জানাযা স্মরণকালের বৃহত্তর নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টায় মরহুম নুরুল হক প্রকাশ মনু মেম্বার বিশাল নামাজের জানাযা খোন্দকারপাড়া (দরগাঁহ মুরা) মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান। মরহুমের নামাজের জানাযায়, কক্সবাজার জেলা সহ উখিয়া ও টেকনাফ, রামু, উপজেলার জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্থরের শোকাহত হাজার হাজার মানুষের ঢল নামে। জানাযার পূর্বে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সমাজ কর্ম নিয়ে তাঁর জীবনের স্মৃতিচারণ করেন কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.এইচ.সালাহ উদ্দিন মাহমুদ, উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উখিয়া আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈন উদ্দিন, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ও সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, মরহুমের ছোট ভাই উখিয়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের অধ্যক্ষ শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার সম্পাদক সাবেক মেম্বার এডভোকেট আয়ুবুল ইসলাম।
জানার পূর্বে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈন উদ্দিনের নেতৃত্বে মরহুম নুরুল হক প্রকাশ মনু মেম্বারের কাপনে পুস্পমাল্য অর্পন্য করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মরহুম নুরুল হক প্রকাশ মনু মেম্বার ১৯৯৪ সাল থেকে সর্বশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একাধারে পাঁচ বার রতœাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন। তিনি সর্বজন গ্রহণ যোগ্য ও ন্যায় বিচারক হিসাবে এলাকায় সু-খ্যাতি রয়েছেন। এছাড়াও বাংলাদেশ মানবধিকার কমিশন উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপির) রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের পশ্চিম রতœা (কোটবাজারস্থ) মরহুম সলোমান সওদাগর প্রকাশ সোলমান কেরানী ৫ম পুত্র। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ সন্তান, ১ কন্যা সহ অসংখ্য আতœীয়স্বজন রেখে যান। তার আষ্কমিক মৃত্যুর সংবাদ শুনে তাঁর এলাকার নারী পুরুষ, ধর্মবর্ণ সবশ্রেণীর পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।