২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

উখিয়ার ছাত্রলীগ নেতা জাবুর জানাযা সম্পন্নঃ এলাকায় পুলিশ মোতায়েন

উখিয়ার পালংখালীর বটতলী এলাকায় দু’গ্র“পের সংঘর্ষে স্কুল ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান জাবু নিহত হওয়ার ঘটনায় এলাকা এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা রয়েছে।

উখিয়া থানার পুলিশ উত্তেজনা প্রশমনে নজরদারী বাড়িয়ে দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।

আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় নিহতের নামাজে জানাযা আনজুমান পাড়া এলাকায় সম্পন্ন হয়। এতে ইমামতি করেন হাফেজ মোকতার আহমদ। এর পুর্বে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এম এ মোকতার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরশেদ তানিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাষ শর্মা বিশু, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান, নিহতের চাচা মেম্বার সোলতান আহমদ।

এসময় বক্তারা, জাবু হত্যার ঘটনায় নিরাপরাধ লোক জড়িত না করে প্রকৃত দোষী ব্যাক্তিকে আসামী করার অনুরোধ জানিয়েছে। এবং এ ঘটনাকে যাতে রাজনৈতিক ইস্যু করা না হয়।

উল্লেখ্য যে, গত রবিবার রাত ৮টার দিকে পালং খালী বটতলী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুল ছাত্র মুজিবুর রহমান জাবু নিহত হয়।

স্থানীয়রা জানান, চিংড়ী ঘের ব্যবসায় দাদনের টাকা ও মাছ দিতে অস্বীকৃতি জানায় ঘটনান সুত্রপাত হয়। উখিয়া থানার আবুল খায়ের বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।