২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ার পথে খালেদা জিয়া

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে উখিয়ার পথে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল ১১টা ২০ মিনিটে তিনি কক্সবাজারের সার্কিট হাউজ থেকে উখিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ বিষয়টি জানান।
জানা গেছে, খালেদা জিয়া উখিয়ার ময়নারগোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দেবেন। এর আগে সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেনাবাহিনীর কাছে ৪৫ ট্রাক ত্রাণ হস্তান্তর করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা রোহিঙ্গাদের জন্য চাল, শিশু খ্যাদ্য, গর্ভবতী মায়ের খাদ্যসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করেছি।’
এদিকে, কক্সবাজার শহর থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসতে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন। এসময় তাদের খালেদা জিয়াকে স্বাগত জানাতে দেখা গেছে।
বিএনপির বিভিন্ন সূত্র জানায়, সরাসরি রোহিঙ্গাদের হাতে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তাই হাতে হাতে ত্রাণ দেওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার। এক্ষেত্রে ক্যাম্পের দায়িত্বশীল কর্তৃপক্ষ সেনাবাহিনীর কাছেই সব ত্রাণ হস্তান্তর করা হয়েছে। তবে খালেদা জিয়া বিএনপিপন্থী চিকিৎকদের সংগঠন ড্যাবের মেডিক্যাল টিম উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা ক্যাম্পে কিছু ঘর পরিদর্শন করতে পারেন। রবিবার সায়রুল কবির খান জানিয়েছিলেন, ‘সোমবার সকালে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ায় রওনা হবেন ম্যাডাম। সেখান চারটি ক্যাম্পে যাবেন তিনি। এসময় তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।