২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়ার ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ শেষ হলেও জনবল সংকটের কারণে চালু হচ্ছে না

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে গত ২০১১-১২ অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে উখিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদার নির্ধারিত সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে না পারায় ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর উখিয়ায় সফরে এসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়াবাসীর স্বপ্নের ফায়ার সার্ভিস উদ্বোধন করতে পারেননি। এ সময় উখিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের সময় উখিয়া ফায়ার সার্ভিসও উদ্বোধনের কথা ছিল।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ দীর্ঘদিন আগে শেষ হওয়ার পরও চালু না হওয়ায় উখিয়ার প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভোগছে বলে অভিমত ব্যক্ত করেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জাফর আলম বলেন, ফায়ার সার্ভিস উখিয়ার মানুষের গণদাবী। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও ফায়ার সার্ভিস চালু না হওয়া রহস্যজনক। উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী এ প্রতিবেদককে বলেন, অতি শীঘ্রই ফায়ার সার্ভিসে জনবল নিয়োগ করে চালুকরণের দাবী জানান। ফায়ার সার্ভিস চালুকরণ গণদাবী স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, দীর্ঘ এক বছর আগে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শেষ হলেও চালু না হওয়ায় পর পর ৪টি ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়নি। অতিশীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন চালুকরণে ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি এসময় আরো বলেন, সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষরা জনবল সংকটের কারনে ফায়ার ষ্টেশন চালু হচ্ছেনা বলে তিনি জানান।
এদিকে নির্মাণ শেষ হওয়ার পরও উখিয়াবাসির কাংখিত ফায়ার সার্ভিস ষ্টেশনটি চালু/উদ্ভোধন না হওয়ায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইচ্ছাকৃত ভাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিকট হস্তান্তর না করায় এটি উদ্ভোধন হচ্ছেনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।