২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ার বীর মুক্তিযোদ্ধা আবু চৌধুরীর নামাজে জানাযা সম্পন্ন


বীর মুক্তিযোদ্ধা মোঃ ছৈয়দ আহম্মদ প্রকাশ আবু চৌধুরীর নামাজে জানাযা শুক্রবার সকাল ১১ টায় উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়েছে। নামাজে জানাযার জনতার ঢল নামে। গত বৃহস্পতিবার সকাল ৬ টায় ঢাকাস্থ হাই কেয়ার হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। তিনি উখিয়া উপজেলার ফলিয়া পাড়া গ্রামের মরহুম বদিউর রহমান চৌধুরীর মেজ ছেলে, উখিয়া উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া চৌধুরীর ছোট ভাই ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বড় ভাই। মৃত্যকালে ১ স্ত্রী ৪ ছেলে সন্তান সহ অসংখ্য গুন গ্রাহী রেখে যান। নামাজে জানাযা শেষে উখিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। উক্ত নামাজে জানাযায় ইমামতি করেন উখিয়ার বরন্য আলেমেদীন হযরত মৌলানা আলিম উদ্দিন ফকির।
নামাজে জানাযার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন ও উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের।এ সময় বীর মুক্তিযোদ্ধার স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও উখিয়া মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে বীর মুক্তিযোদ্ধ ক্যাপ্টেন অবঃ আব্দুস সোবাহানের নেতৃত্বে মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, উখিয়া টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, মহেশখালী কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মরহুমের ছোট ভাই জাফর আলম চৌধুরী, মরহুমের ভাতিজা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মরহুমের মেজ ছেলে ব্যারিষ্টার মিজানুর রহমান ও ছোট ছেলে সালমান রহমান চৌধুরী। উক্ত নামাজে জানাযায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মকবুল মোরশেদ দুলাল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শফিকুর রহমান, কক্সবাজার কর্মাস কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।