২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

উখিয়ার মরিচ্যায় যুবদল নেতা ইয়াবা ব্যবসায়ী ফারুক ধরাছোঁয়ার বাইরে

বার্তা পরিবেশকঃ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের জনবহুল স্টেশন মরিচ্যা বাজারে ঘাতক মরণব্যাধি ইয়াবা ব্যবসা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ মরিচ্যা মধুঘোনা রাস্তার মাথার বহু মামলার পলাতক আসামি শীর্ষ মানব পাচারকারী ও আন্তঃ জেলা ডাকাত সর্দার নুর মোহাম্মদ প্রকাশ গুরুথুন ডাকাতের পুত্র যুবদল নেতা মোহাম্মদ ফারুক (২৫) এর নেতৃত্বে পুরো হলদিয়া ইউনিয়নে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারনে মাদকে আসক্ত হয়ে নষ্ট হচ্ছে হলদিয়ার যুব সমাজ থেকে শুরু করে স্কুল- কলেজে পড়ুয়া ছাত্রসমাজ।

ঘঠনার বিবরণ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এক সময়ের হত দরিদ্র ফারুক চায়ের দোকানে বয় হিসেবে কাজ করলে ও ইয়াবা ব্যবসার কারণে বর্তমানে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক। টাকার জোরে বাগিয়ে নেন হলদিয়া ইউনিয়নের যুবদলের পদ-পদবী।

এইদিকে ইয়াবা সম্রাট ফারুকের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে স্থানীয় ছাত্র-যুবকেরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ পত্রে মিথ্যা সংবাদ প্রকাশ করে ছাত্র-যুবকদের হয়রানি করার চেষ্টা করে।

এ ব্যাপারে হলদিয়া পালং ইউনিয়নের ১, ২, ৩ সংরক্ষিত আসনের ইউপি সদস্য সাজেদা আক্তার জানান, ফারুক একজন সন্ত্রাসী প্রকৃতির লোক।

হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসলাম মেম্বার জানান, মাদক ব্যবসায়ী ফারুকের কারনে বৃহত্তর মরিচ্যা বাজার ও মধুঘোনার যুবসমাজ ধ্বংসের ধারপ্রান্তে। অবিলম্বে ইয়াবা ব্যাবসায়ী ফারুক ও তার পিতাকে গ্রেফতারের দাবী জানান। ইয়াবা ব্যাবসায়ী ফারুকের বিষয়ে জানতে চাইলে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, মাদক ব্যবসায়ী যেই হউক না কেন, তার রেহায় নাই। ফারুকের ইয়াবা ব্যবসার সম্পর্কে তিনি অবগত আছেন বলে জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরের কাছে মধু ঘোনা রাস্তার মাথায় যুবদল নেতা ফারুকের নেতৃত্বে মাদক বিক্রীর কথা জানালে তিনি বলেন খোজ খবর নিয়ে শীঘ্রই সাড়াশি অভিযান পরিচালনা করবেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।