২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

উখিয়ার মরিচ্যা শ্রাবস্তী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল কঠিন চীবর দানোৎসব

20161110_160537
বৃহস্পতিবার (১০ নভেম্বর) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বৌদ্ধ জনপদ পুণ্যতীর্থ পশ্চিম মরিচ্যা মধ্যম বড়ুয়া পাড়া “সার্বজনীন শ্রাবস্তী বৌদ্ধ বিহার” (নির্মাণাধীন) প্রাঙ্গনে ধর্মীয় ঘারবতার মধ্যে দিয়ে মহাসারম্ভে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মত দানোত্তম শুভ কঠিন চীবর দান, সকাল ৯ ঘটিকায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও দুপুর ২ ঘটিকায় দান সভার কার্য আরম্ভ হয়, মহতী এ দানোনুষ্ঠানে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সহ-সভাপতি ও মরিচ্যা দীপাঙ্কুর বৌদ্ধ বিহারের প্রধান পরিচালক সদ্ধর্ম বারিধি, বর্ষীয়ান সাংঘিক ব্যক্তিক ভদন্ত বিমল জ্যোতি মহাথেরোর সভাপতিত্বে বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক সদ্ধর্ম কথিক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের প্রধান সদ্ধর্মদেশকের অাসন অলংকিত করেন, এছাড়া বিশেষ ধর্মদেশকের অাসন অলংকিত করেন পশ্চিম রত্না শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধিপতি ভদন্ত শাসনপ্রিয় থের ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অাবাসিক প্রধান প্রজ্ঞানন্দ ভিক্ষু সহ প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ অাসন অলংকিত করেন।

মহতী এ দানসভা বাবু মিলন বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী ও স্বাগত দেশনা প্রদান করেন কোরিয়ান লোটাস এসোসিয়েশন কর্তক অান্তর্জাতিক বুড্ডিস্ট সনদ প্রাপ্ত ও উখিয়া পাতাবাড়ি অানন্দ ভবন বৌদ্ধ বিহারের উপ-পরিচালক ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের ও প্রধান অতিথি ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম. মনজুর অালম, অাওয়ামী লীগের প্রভাবশালী নেতা জয়নাল উদ্দিন বাবুল , যুবলীগ নেতা শাহ জাহান সাজু, শেখর বড়ুয়া, বাবু দীপন বড়ুয়া এলএল.বি অনার্স এলএল.এম সহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।