২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

উখিয়ার সমাজসেবক জাহাঙ্গীর কবির চৌধুরীর জানাযা সম্পন্ন

Exif_JPEG_420

উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের বিশিষ্ট জমিদার ও সমাজসেবক পালং গার্ডেন এর স্বত্ত্বধিকারী জাহাঙ্গীর কবির চৌধুরীর নামাজে জানাযা সম্পান্ন হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
গতকাল ২১ ডিসেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় উখিয়া উপজেলার রতœাপালং তেলী পাড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করে। জানাযার পূর্বে মরহুম জাহাঙ্গীর কবির চৌধুরীর বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন উখিয়া-টেকনাফ সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদু হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহা-পরিচালক বিশিষ্ট শিক্ষাবীদ সিরাজুল ইসলাম, রতœাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর, মরহুমের পরিবারের পক্ষে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, মরহুম জাহাঙ্গীর করিব চৌধুরীর ভাগিনা রাশেদ মোহাম্মদ আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি ও সাহিত্যিক  আদিল চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়াম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো: শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন, রুহুল্লারডেবা বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মৌ: নুরুল হক। জানাযা রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মুসল্লী মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে মরহুম জাহাঙ্গীর কবির চৌধুরীর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের বিশিষ্ট জমিদার ও সমাজসেবক মরহুম সাকের আলী চৌধুরীর কনিষ্ট পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ভাই, ১ ছেলে, ২ কন্যাসহ , অসংখ্য আতœীয়স্বজন ও গুণ গ্রাহী রেখে যান।
তিনি গত ২০ ডিসেম্বর রাত ১০টার সময় কক্সবাজার ফুয়াদ আল-খতিব হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।