কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ ১৬ আগস্ট শুক্রবার উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রযাত্রা কল্যাণ পরিষদ” এর উদ্যোগে ২য় বারের মত অনুষ্টিত হতে যাচ্ছে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি কৃতকার্য উখিয়া উপজেলার বৌদ্ধ শিক্ষার্থীদের সংবর্ধনা ও “মাদকাসক্তি বৌদ্ধ জীবনাদর্শে অন্তরায় ও উত্তরনের উপায়” শীর্ষক যুব সেমিনার। পশ্চিম রত্না শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহার (কোটবাজার) প্রাঙ্গনে এই কৃতি সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হবে।
উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত এস ধর্মপাল মহাথের’র সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান সদ্ধর্মদেশকের আসন অলংকিত করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব সদ্ধর্মকোবিধ, ভদন্ত ড. এস. লোকজিৎ থের।
উক্ত কৃতি সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আর.এম.ও (প্রশাসন) ডাঃ নোবেল কুমার বড়ুয়া, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ কুমার বড়ুয়া।
অনুষ্টানে উদ্বোধক হিসেবে আসন অলংকৃত করবেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক ভদন্ত জ্যোতিঃপ্রিয় থের।
উক্ত কৃতি সংবর্ধনা অনুষ্টান উপলক্ষে উদযাপন পরিষদের নিকট তালিকা পাঠানো উখিয়ার সকল কৃতকার্য এসএসসি ও এইচএসসি বৌদ্ধ ছাত্রছাত্রীদের আগামী ১৬ আগস্ট শুক্রবার দুপুর ২টার আগে যথাসময়ে অনুষ্টান স্থলে পৌছানোর অনুরোধ জানিয়েছেন কৃতি সংবর্ধনা ও যুব সেমিনার উদযাপন পরিষদের সভাপতি সুনিত বড়ুয়া ও সম্পাদক শিপন বড়ুয়া সহ “অগ্রযাত্রা কল্যান পরিষদ”র সদস্যগণ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।