বনজ সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাহাড় কাটা বন্ধ করতে হবে। অবৈধ স’মিল উচ্ছেদের পাশাপাশি অবৈধ ডাম্পার মালিক ও অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে উখিয়া উপজেলা প্রশাসন। এছাড়াও সড়কে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুম উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভায় সড়কে যানজট নিরসনে ট্রাফিক এবং হাইওয়ে পুলিশকে আরো দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান। এ সময় পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ট্যুারিষ্ট পুলিশ সেবা বৃদ্ধির পাশাপাশি ইজারাদারদের অসহনীয় দৌরাত্ম্য কমানো দরকার বলে মত প্রকাশ করেন উপস্থিত সকলেই।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, সহকারী বন সংরক্ষক শফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আল মামুন, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরূল আমিন চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়া, উখিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মু. আনোয়ার, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক মেধু কুমার বড়ুয়া, ইউপি সদস্য সালাহ উদ্দিন।
এছাড়াও বিজিবি, আনসার, ট্যুারিষ্ট পুলিশ, হাইওয়ে, ট্রাফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
সম্প্রতি উখিয়ায় অবৈধ ডাম্পার নিয়ন্ত্রণে গভীর রাতে অভিযান পরিচালনা করায় ইউএনও’র প্রশংসা করেন উপস্থিত সকলেই।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।