শফিক আজাদ,(চীপ রিপোর্টার): উখিয়ায় কর্মব্যস্ততার মাঝে সময় পার করলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের এমপি। (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় উখিয়ার কুতুপালং আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ, সাড়ে ১২টায় শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় প্রসস্থ করণের কাজ উদ্ভোধন, বিকেলে সাড়ে ৩টায় উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা বস্তিতে অবস্থানকারী রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ, সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে কক্সবাজার জেলা আওয়ামীলীগ, উখিয়া উপজেলা আওয়ামীলীগ, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করেন সেতুমন্ত্রী।
কুতুপালংয়ে ত্রাণ বিতরণ কালে সেতুমন্ত্রী: মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী কোন রোহিঙ্গারা না খেয়ে থাকবে না। এজন্য রোহিঙ্গা ক্যাম্পে ৮টি লঙ্গরখানা, ১২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। তাদের অস্থায়ী বাসস্থান চিকিৎসা স্যানিটেশন সহ সব ধরণের মানবিক সহায়তা দেবে আওয়ামীলীগ সরকার।
শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের প্রসস্থকরণ কাজ উদ্ভোধন: উখিয়া থেকে কুতুপালং পর্যন্ত সড়কের প্রসস্থকরণ কাজের উদ্বোধনকালে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহি চলাচলের সুবিধার্থে ২ কোটি টাকা ব্যয়ে জরুরী ভিত্তিতে প্রসস্থকরণ কাজ করা হচ্ছে।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, একটি দল ও দালাল প্রকৃতির কিছু লোক রোহিঙ্গা ক্যাম্পে বিশৃংখলা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সকলকে সাথে নিয়ে তাদের এই অপচেষ্টা ব্যর্থ করা হবে।
বালুখালী নতুন রোহিঙ্গা বস্তিতে ত্রাণ বিতরণ: উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা বস্তিতে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেতুমন্ত্রী।
উখিয়া উপজেলা পরিষদ হলরুমে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার জেলা আওয়ামীলীগ,টেকনাফ উপজেলা আওয়ামীলীগ, উখিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৫টায় আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মানবিক দিক থেকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে সারা বিশে^ প্রশংসিত হয়েছে। তাই আমাদেরকে এই সুনাম ধরে রাখার জন্য রোহিঙ্গাদের পাশে দাড়াতে হবে। প্রধানমন্ত্রী সফল করতে পারলে এই অর্জন আমরা সবাই ভোগ করব। নির্যাতিত রোহিঙ্গাদের ত্রাণ কোন ছিনিমিনি খেলা চলবেনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রোহিঙ্গা বিষয়ে কোন অভিযোগ যেন আমরা না শুনি। প্রশাসনের পাশাপাশি আপনাদেরকে রোহিঙ্গাদের পাহারা দিতে হবে। যাতে রোহিঙ্গারা কোন প্রকার হয়রানীর শিকার না হয়। তবে মন্ত্রী দলীয় নেতাকর্মীদের প্রতি ক্ষোভ প্রকার করে বলেন, সোমবার সকাল থেকে বিকেল আমি উখিয়ার বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি করেছি। কিন্তু দলীয় কোন সেচ্ছাসেবক আমি দেখতে পায়নি। একটি মহল এই নিয়ে বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে। এনিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় মন্ত্রী সাথে ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিদ রায় নন্দি ও স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম নুরুল বশরসহ উখিয়া-টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সকল সদস্য, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।