২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

উখিয়ায় কাটা তারের বেড়া দিয়ে কবরস্হান দখলমুক্ত করলো মুসল্লিরা

img_20140101_081631 অবশেষে জবরদখল মুক্ত হলো রত্না পালংয়ের ঐতিহ্যবাহী তেলী পাড়া কবরস্হান, এলাকার শত শত মুসল্লীরা স্ব-উদ্দোগে কাটা তারের বেড়া নির্মান করে প্রাচিন এ কবরস্হান দখল মুক্ত করে স্বস্হির নিঃশ্বাস ফেলেছে।
জানা যায় উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের তেলী পাড়া গ্রামের প্রাচিন ও ঐতিহ্যবাহী কবরস্হানের একটি অংশ দীর্গদিন যাবত একই এলাকার প্রভাবশালী জামাল উদ্দিন খলিবা ও তার ভাই জয়নাল উদ্দিন ভুলুর গং জবরদখল করে ভোগ করে আসছিল।  সচেতন এলাকাবাসী উক্ত কবরস্হান দখল মুক্ত করার জন্য প্রানপন চেষ্টা করে আসছি, এ নিয়ে এলাকাবাসীর বিরুদ্বে দখলদার গং মিথ্যা  মামলা করে এলাকার শান্ত পরিবেশ কে অশান্ত করে তুলছি।  এদিকে মরনের পর শেষ ঠিকানা কবরস্হান রক্ষা করার লক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করা হলেও উক্ত প্রভাবশালী দখলদার গং ক্ষমতার দাপট দেখিয়ে এলাকাবাসীর দাবীকে তোয়াক্কা না করে সরকারি পি এফ জমিতে অবস্হিত উক্ত কবরস্হানের জায়গা জবরদখল করে রখেছি। গতকাল শক্রবার জুমার নামাজ শেষে শত-শত এলাকাবাসী ও মুসল্লী ঐক্যবদ্ব হয়ে কাটা তারের বেড়া দিয়ে দখলমুক্ত করে।  এ ব্যপারে কয়েকজন মুসল্লী বলেন, মানুষ মরনশীল সবায় কে একদিন মরতে হবে, যারা কবরস্হানের মতো পবিত্র জায়গা নিজের সম্পত্তি বানিয়ে ভোগ দখল  করতে চায় তাদের কে সমাজে অবান্চিত করা হবে। দীর্গদিন পর কবরস্হান দখলমুক্ত হওয়াতে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করেছে মুসল্লীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।