২ জানুয়ারি, ২০২৫ | ১৮ পৌষ, ১৪৩১ | ১ রজব, ১৪৪৬


উখিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা!

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ার পালংখালীতে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরফাত (২২), সে পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালাল প্রকাশ হাজী জালালের পূত্র।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন জানান, রাত সাড়ে ১২ টার দিকে , প্রাথমিক ভাবে যা জেনেছি চোর সন্দেহে নিহত যুবককে মারধর করে তাঁর প্রতিবেশী কয়েকজন, পরে তাঁকে সেখান নিয়ে সেনা ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা, পরে সেখান থেকে সেনা সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “এঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তবে নিহত আরফাতকে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন তার বাবা হাজী জালাল।
নিহত যু্বকের বড়ভাই রুবেল রাত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে  জানান, স্থানীয় জাহেদ, হাফেজ আব্দুল্লার ছেলে সাহাবউদ্দিনসহ আরও কয়েকজন তাঁকে দুপুর থেকে চুরির অভিযোগে ধরে নিয়ে গিয়ে মারধর করেন।

এদিকে এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়।

নিহত আরফাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।