২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

উখিয়ায় ছোটদের অন্যরকম ভোট উৎসব


উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সম্পন্ন হয়েছে। ছোটদের অন্যরকম ভোট উৎসব দেখতে সকাল থেকে অভিভাবক, সচেতন নাগরিক ও শিক্ষানূরাগী ব্যক্তিরা বিদ্যালয়ে ভীড় জমায়।
সু-শৃংখল পরিবেশে শিক্ষার্থীদের সর্বোচ্চ ফোরাম, স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে দশম শ্রেণীর মাহিনু আক্তার প্রাপ্ত ভোট ১০৮২, নবম শ্রেণীর মোহাম্মদ মোরশেদ প্রাপ্ত ভোট ৭৯২, অষ্টম শ্রেণীর মাঈশা হাকিম প্রাপ্ত ভোট ৭৪৬, সপ্তম শ্রেণীর রায়হান বিন হাছান ত্বাহা প্রাপ্ত ভোট ৭০২, নবম শ্রেণী (খ) শাখার সাবেকুন নাহার পপি প্রাপ্ত ভোট ৭০২, সপ্তম শ্রেণী (খ) শাখার নাদিয়া সুলতানা রোপ প্রাপ্ত ভোট ৬৭০ ও ষষ্ট শ্রেণীর নাজমা কবির আখি প্রাপ্ত ভোট ৬২৫ পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার সেতু জানান, অবাধ সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের ভোটার সংখ্যা ছিল ১৫৫৮ জন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইদ্রিস মিঞা জানান, কেবিনেট নির্বাচন সম্পন্ন করতে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক ভাবে সহযোগিতা করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন। এদিকে নির্বাচনে সহযোগিতা করেন, বিদ্যালয়ের শিক্ষক রফিক উদ্দিন মাহমুদ, খায়রুল বশর, মনছুর আলম ও কায়সার উদ্দিন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।