উখিয়ায় চট্টগ্রাম রোটারী ক্লাব ও সাউদার্ন মেডিকেল কলেজ ও হসপিটালের যৌথ উদ্যোগে গত ২ দিনব্যাপী পালং গার্ডেনে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সেবা কার্যক্রম অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উখিয়া প্রেস ক্লাবের সংবাদকর্মী ছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবক ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের উপস্থিতিতে চট্টগ্রাম রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী খোকা সাংবাদিকদের কাছে এক বিফ্রিং-এ বলেছেন, উখিয়া উপজেলার বিভিন্ন তৃণমূল এলাকার ৫’শ দরিদ্র ও হতদরিদ্র রোগীকে সুচিকিৎসা দিয়েছে এবং ৫০ জন রোগীর ছানি অপারেশন করা হয়েছে। এভাবে সুচিকিৎসা বঞ্চিত হত দরিদ্র মানুষের সেবায় রোটারী ক্লাব অব চট্টগ্রাম দীর্ঘকাল যাবত নিঃস্বার্থভাবে সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় রোটারী ক্লাব-এর সার্বিক সহযোগিতায় পোলিও মুক্ত করতে অগ্রণী ভূমিকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরো বলেন, আগামী ২০১৭ সাল পর্যন্ত উক্ত রোটারী ক্লাব চট্টগ্রাম-এর উদ্যোগে চট্টগ্রাম জেলা ছাড়াও কক্সবাজার জেলার রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় স্থানীয় অভীষ্ট লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীদের চক্ষু রোগী সহ বিভিন্ন রোগীদের সুস্বাস্থ্য সেবা, নিরক্ষর বয়স্কদের গণশিক্ষা কার্যক্রম, এতিম শিশুদের ও ছিন্নমূল মানুষের জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের জন্য মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। ওই দু’দিন ব্যাপী চক্ষু ক্যাম্পে সফলভাবে চিকিৎসা ও অপারেশন কাজ করেছেন ডিরেক্টর এন্ড হেড অব দ্যা ডিপার্টমেন্ট আই চট্টগ্রাম ডায়াবেটিকস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অর্পনা দাশ ও ডাঃ নওশেদ আহমদ। উক্ত সাংবাদিক সম্মেলনে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুর রহিম এডভোকেট, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল আমিন সিদ্দিক (সাংবাদিক), উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ -এর উপজেলা প্রতিনিধি রফিক উদ্দিন বাবুলসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ছাড়াও উক্ত আই ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে রয়েছে রোটারী ক্লাব অব আগ্রাবাদের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ নূরুল আলম চৌধুরী, ডাঃ আহমুদুল বারী, ডাঃ নাজমুল ওহাব মজুমদার ও সমন্বয়কারী অধ্যাপক কবীর আহমদ চৌধুরী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।