২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উখিয়ায় দুর্ধর্ষ ডাকাতি : দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

Dakati-e1428609332684_1-375x250

কক্সবাজারের উখিয়ায় দিন দুপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির সোকেসে রক্ষিত ৮৫ হাজার টাকা, ২ টি মোবাইল সেট, বাড়ির মিস্ত্রিদের ৫টি মোবাইল সেট ও ২০ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতের প্রহারে ব্যবসায়ীর স্ত্রী গুরুতর আহত হয়। এ ঘটনায় উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ছড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পালংখালী ইউনিয়নের চিহ্নিত কতিপয় সংঘবদ্ধ ডাকাত দলের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এ সুবাদে গত কিছুদিন ধরে গ্রামবাসী ডাকাতির ঘটনা প্রতিরোধে রাত জেগে পাহারা বসিয়েছে। সংঘবদ্ধ এসব ডাকাত দলের সদস্যরা গত ১ সপ্তাহে পালংখালী ইউনিয়নের বিভিন্নস্থানে ছোট খাট বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায়। গতকাল মঙ্গলবার পালংখালী ইউনিয়নের বালুখালী ছড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে তুলা ব্যবসায়ী ইসলাম মিয়ার বসত বাড়িতে তুলা কেনার জন্য রক্ষিত ৮৫ হাজার টাকার সন্ধান চেয়ে স্বশস্ত্র অবস্থায় বাড়িতে প্রবেশ করে বালুখালী শিয়াইল্যাপাড়ার ছুরত আলমের ছেলে কামাল হোসেন ওরফে ডাকাত কামাল(৩০), শাহজাহান (৩২), মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুর রহিম (৩১) সহ অজ্ঞাত নামা ৭/৮ জন সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির মালিক তুলা ব্যবসায়ী ইসলাম মিয়াকে খুটির সাথে বেঁধে রেখে শারীরিক নির্যাতন চালানো হলে তিনি টাকা ও স্বর্ণালংকার, মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান জিনিস পত্র ডাকাতদের দেখিয়ে দেয়। এসময় ডাকাতদের বাঁধা দিতে গিয়ে ডাকাতের প্রহারে ইসলাম মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (২৫) গুরুতর আহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমির হোসেন হেডম্যানের ছেলে মোঃ সরওয়ার বলেন, ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ায় গ্রামবাসী শংকিত ও আতংকিত হয়ে পড়েছে। এলাকার আইন শৃংখলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। গতকালের ডাকাতির ঘটনায় অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতদল তুলা ব্যবসায়ীর বাড়িতে ঢুকে প্রকাশ্যে যে তান্ডব চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এছাড়া চিহ্নিত এসব ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে উখিয়া থানায় ইতিপূর্বে আরো কয়েকটি ডাকাতির ঘটনায় মামলা রয়েছে। যার নং-১২(৫)০৪, ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ, মামলা নং-১৭(৪)০৫, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ দঃবিঃ মামলা রয়েছে। এসব মামলায় ডাকাত দলের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও স্থানীয় প্রভাবশালী এক ইউপি সদস্যের ছত্রছায়ায় থাকায় পুলিশ তাদের আটক করছে না বলে ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে। এলাকার সফর মূল্লুক বলেন, উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও বালুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুক্তিযুদ্ধার সন্তান নুরুল আবছার চৌধুরী ব্যবহৃত একটি মোটর সাইকেলও ছিনতাই করে সংঘবদ্ধ এসব ডাকাত। এ ঘটনায় থানা পুলিশ আলী আহমদের বাড়ি থেকে গাড়িটি উদ্ধার করে এবং মোহাম্মদ মিয়াকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। উখিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তা আমলে নিয়ে ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।