২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ায় পিএফ জায়গা দখলকে কেন্দ্র করে দু ‘পক্ষের সংঘর্ষ মহিলাসহ আহত ৫

 

 

উখিয়ার বালুখালীতে অন্যের আবাদ করা পিএফ জায়গা
প্রতিপক্ষ জবর দখলকারীদের বাধা দেওয়ায়, হামলায় ১মহিলা সহ ৫জন কমবেশি আহত হয়েছে। আহতদের মধ্যে একই পরিবারের দম্পতি গুরুতর জখম হয়ে মৃত্যু শয্যায় হাসপাতালে কাতরাচ্ছে। তৎমধ্যে মোঃ মনির নামক ১ ব্যক্তির অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। ২৪ মার্চ জুমার আযান পরবর্তী (১২টা ২৫ মিনিটের সময়) উখিয়া উপজেলার পালংখালীর ১নং ওয়ার্ড বালুখালীর উখিয়ার ঘাটের তেলীপাড়ার টিভি রিলে উপকেন্দ্রের পার্শস্থ এঘটনায় ঘটে। আহতদের পরিবার কর্তৃক থানায় দায়ের করা এজাহার ও স্থানীয় প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা গেছে উখিয়ার ঘাটের মোঃ শাহ আলমের ছেলে মোঃমনির টিভি রিলে উপকেন্দ্র সংলগ্ন পিএফ জায়গার একটি অংশ বিগত ১৬ /১৭ বছর পুর্বে আবাদ পুর্বক বসত বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। উক্ত জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে ভুমিদস্যু চক্রের। এনিয়ে দীর্ঘদিন ধরে কুতুপালং গ্রামের মৃত্যু হাছু মিয়ার পুত্র আমির হোসেন আইম্ম্যা, মৃত্যু জুনু মিয়ার পুত্র জহিরুল ইসলাম সোনালী ও আবদুল মিয়ার পুত্র কামাল উদ্দিনের সাথে হতদরিদ্র মোঃ মনির
এর বিরোধ চলে আসছিল। মোঃ মনিরের আবাদ করা জায়গার একাংশ আমির হোসেন,সোনালী ও কামাল উদ্দিন স্থানীয় ছৈয়দ আহমদ এর পালিত পুত্র ইলিয়াছ কে গোপনে বিক্রি করে দেয়। এখবর পেয়ে মনির ইলিয়াছ কে বারণ করে তার আবাদ করা জায়গা ক্রয় না করতে। ইলিয়াছ কে জায়গা বুঝিয়ে দিয়ে গৃহ নির্মাণ করতে আসে আমির হোসেন,সোনালী, কামাল ও ইলিয়াছের নেতৃত্বে ১৫ /২০ জনের ভাড়াটিয়া রোহিঙ্গা দুস্কৃতকারী সহ। জুমার নামায পড়তে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন মনির। এমনি মুহুর্তেই ১৫/২০ জনের ধারালো অস্ত্রধারী লোকজন মনিরের আবাদ করা জায়গায় গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এনে কাজ শুরু করে দেয়। এতে মনির বাধা দিলে তাকে আমির হোসেন আইম্যা সোনালী, কামাল, মুছা,লাদেন,জয়নাল,সেলিম ও ইলিয়াছের নেতৃত্বে ১৫/২০ জনের ভাড়াটিয়া রোহিঙ্গা দুস্কৃতকারীরা বেধড়ক মারধর করে মাটিতে লুটিয়ে ফেলে। মনিরের স্ত্রী পারভিন আকতার সামীকে দুস্কৃতকারীদের কবল থেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও অমানুষিক নির্যাতন করা হয়। এঘটনার খবর পেয়ে মনিরের বোন ফিরোজা বেগম ও প্রতিবেশী আবুল কাসেম ঘটনাস্থলে গেলে ২দফায় তাদেরকেও বেদম মারধর করা হয়। দুস্কৃতকারীদের লোহার রড,দা -কিরিচ,লাটির আঘাত ও কিল -ঘুষিতে মনির(২৮),পারভিন আকতার (২৫),আবুল কাসেম (২০) ফিরোজা বেগম(৪০) গুরুতর জখম হয়। অপর পক্ষ ঘটনার অভিযোগ অসীকার করে জানান,তাদের হামলায় জয়নাল নামক ১ ব্যক্তি আহত হয়েছে বলে তারা দাবী করেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রত্যেক্ষদর্শী লোকজন জবর দখলকারীদের কবল থেকে উদ্ধার পুর্বক উখিয়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহতরা উখিয়া উপজেলা সাস্থ্যপ্লেক্সে চিকিৎসাধীণ রয়েছে। আহতদের মধ্যে মোঃ মনির ও তার স্ত্রী পারভিন আকতারের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক সুত্রে জানা গেছে। মনিরের শরীরে ৮/১০টি,পারভিন আকতার ৭/৮ ও আবুল কাসেমকে ৮/৯টি সেলাই করা হয়েছে বলে জানান।আহতদের পক্ষে পারভিন আকতার বাদী হয়ে আমির হোসেন আইম্যা, জহিরুল ইসলাম সোনালী,কামাল উদ্দিন, ইলিয়াছ , ,মুছা,জয়নাল,সেলিম,লাদেন এজাহার নামীয় সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে অভিযুক্ত করে উখিয়া থানায় এজাহার দায়ের করেছে। এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান,অভিযোগ এখনো পায়নি,পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সুত্রে জানা গেছে জবর দখলকারী চক্রের বিরুদ্ধে বনবিভাগের শত একর জায়গা দখল পুর্বক রোহিঙ্গা দুস্কৃতকারী ,বহিরাগত ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিক্রি করে লাখ -লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।