২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

উখিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীরের সমর্থনে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত

আবদুল্লাহ আল আজিজঃ উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সমর্থনে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উখিয়া উপজেলা ব্যস্ততার ষ্টেশন কোটবাজারে ওই মিছিল বের হয়।
‘উখিয়া উপজেলাবাসী’র ব্যানারে বের হওয়া মিছিল আয়োজনে নেতৃত্ব দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ উখিয়া উপজেলার শাখার সভাপতি সরওয়ার কামাল,বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। নিরাপদ সড়ক আন্দোলনের উখিয়া উপজেলার আহবায়ক মোস্তফা শাকিল।
শত শত কর্মী-সমর্থকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে কোটবাজার সোনার পাড়া সড়কের মনির মার্কেট থেকে শুরু করে মিছিলটি কোটবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী অফিসের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের উখিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ৩নং হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হলদিয়া পালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর আলম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আনু, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা, শ্রমিক লীগের সভাপতি জসিম আহমদ, উখিয়া নাগরিক আন্দোলনের সভাপতি মোঃ মোবারক হোসেন, সংবাদকর্মী মোঃ ইদ্রিস।
সমাবেশটি পরিচালনা করেন,হলদিয়া পালং ইউনিয়নের কৃষকলীগ সভাপতি জয়নাল উদ্দিন বাবুল।
সমাবেশে বক্তারা বলেন- ‘দলমত নির্বিশেষে উখিয়া উপজেলার আপমর জনসাধারণের পাশে থাকতে ও এলাকার উন্নয়নে কাজ করতে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম এগিয়ে চলেছেন। নিজের আখের গোছাতে নয় বরং সাধারণ মানুষের ভাগ্গোন্নয়নে জাহাঙ্গীরকে চাই উখিয়াবাসী। তাই আগামি উপজেলা নির্বাচনে জাহাঙ্গীরের পাশে থাকতে প্রত্যয়ী সকল বয়সীরা।’
প্রচার মিছিল-সমাবেশে ছাত্রনেতা রেজাউল করিম রেজা, তারেক আজিজ, শফিউল আলম, মোহাম্মদ আলমগীর, রহীমুল্লাহ শাহেদসহ শত শত নবীন ও তরুণদের উচ্ছসিত উপস্থিতি ছিলো বিশেষভাবে চোখে পড়ার মতো। এছাড়াও হলদিয়ার ৯টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন বয়সী সাধারণ মানুষও প্রচার মিছিলে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।