১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

উখিয়ায় রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে খাল থেকে এক রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ। এইদিন ১নং ও ৩নং ক্যাম্পের মাঝামাঝি মধুর ছড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) বিকেলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। আজ ভোরে রোহিঙ্গাদের খবরে খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশটির পরিচয় হচ্ছে কুতুপালং ৪নং ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত ছলিম উল্লাহ’র ছেলে রহিম উল্লাহ (৪০)।

জানা যায়, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উখিয়ার কুতুপালং ৩নং ক্যাম্পের বাসিন্দা কামাল হোসেন (২৫) ও একই ক্যাম্পের বাসিন্দা আব্দুল হামিদ (১৯)।

মধুর ছড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, রোহিঙ্গাদের খবরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গা লাশের ঘটনায় জড়িত সন্দেহে ২জনকে নিয়ে আসা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়ার কথা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।