২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ায় ১২০০ পরিবারের হাতে ইউপি সদস্য সালাহ উদ্দিনের ঈদ উপহার

এম এ রাহাত, উখিয়া :

উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাহ উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে ১২০০ হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। শুক্রবার সকাল ৮ ঘটিকা হইতে সামাজিক দুরত্ব মেনে বিতরণ কার্যক্রম শুরু হয়।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে বাংলাদেশের প্রায় সবকটি জেলা। উখিয়া উপজেলাও এর বাইরে নই। করোনা বিস্তার ঠেকাতে উখিয়ায় চলছে লকডাউন। লকডাউন অবস্থায় বিভিন্ন পেশার মানুষ যখন ঘরবন্দী হয়ে জীবন যাপন করতেছে মধ্যবিত্ত পরিবার গুলো বলতে পারছে না তাদের কষ্টের কথা। ঠিক সে সময়ে উপহার সামগ্রী নিয়ে হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন ইউপি সদস্য সালাহ উদ্দিন।

ইউপি সদস্য সালাহ উদ্দিন বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে উখিয়া উপজেলাও। কর্মজীবী মানুষ বের হতে না পারায় তারা কর্মহীন হয়ে পড়েছে। যার কারণে তারা এখন অসহায়। তাই তাদের খাদ্য বস্ত্রের টানাপোড়ন অবস্থায় আমি আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।

প্রতি বছর ঈদের আগেই আমি হতদরিদ্র মানুষগুলোর খোজ নিই। কিন্তু এবার ঈদ যেহেতু লকডাউনে কাটবে সবার। এ দৃষ্টিকোণ থেকে এই বছর হতদরিদ্র ও মধ্যবিত্ত সহ ১২০০ পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আল্লাহর রহমতে আজ বাস্তবায়ন করতে সক্ষম হয়ছি।

উল্লেখ্য তিনি এর আগেও করোনা পরিস্থিতিতে ২৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ভাবে অসহায় হতদরিদ্র মানুষের পাশে ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।