কক্সবাজারস্থ ৩৪ বিজিবির সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে। গতকাল ১৫ মে সোমবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ বাহীনির চেকপোষ্টে বিজিবি সদস্যরা টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান তল্লাশী চালিয়ে গাড়ির ব্যাক লাইটের ভেতর অতিকৌশলে লুকানো অবস্থায় ৪৭ হাজার ২,শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। তবে ইয়াবা বহনের অভিযোগে স্পেশাল সাভির্স বাসিটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন। জব্দকৃত স্পেশাল সার্ভিস যাত্রীবাহী বাস বালুখালী শুল্ক কার্যালয়ে জমা এবং ইয়াবা ট্যাবলেট গুলো বিজিবি”র ব্যাটালিয়ন সদরে জমা রেখে পরবর্তী পর্ষদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি জানিয়েছে।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানিয়েছেন সিমান্তে চোরাচালান বন্ধের জন্য বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা সর্তক রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।