উখিয়ার দুটি পরীক্ষা কেন্দ্রে অসাধুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানাগেছে। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি চলমান এসএসসি পরীক্ষার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালিন সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলারের নেতৃত্বে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে নকল করার অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করেন। এছাড়া উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন পরীক্ষার্থীকে একই অভিযোগে বহিস্কার করেন পরিদর্শক টিম। এ সময় কর্তব্যে অবহেলার দায়ে পালংখালী উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষক জসিম উদ্দিন ও মোজাম্মেল হককে অব্যাহতি দেন। বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বহিস্কৃত পরীক্ষার্থীরা হচ্ছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ জন, সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ১জন, মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের ১ জন আবুল কাসেম নূর জাহান উচ্চ বিদ্যালয়ের ২ জন। উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে কতুপালং হাই-স্কুলের ১ জন সহ মোট ৭ জন পরীক্ষার্থী বহিস্কার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব আবুল হোসেন সিরাজী ও রোকেয়া খানম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম মিয়া ঘটনার বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন পরীক্ষার্থী ও শিক্ষক বহিস্কারের সত্যতা স্বীকার করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।