কক্সবাজারের উখিয়ায় আসছেন বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু ধূতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ স্থবির। শুক্রবার (১৭ মার্চ) উখিয়া উপজেলার রতœাপালং বিশুদ্ধ দর্শন ভাবনা কুঠিরে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি একক সদ্ধর্ম দেশনা দেবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশী বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদক প্রাপ্ত উপসংঘরাজ রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।
এতে বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- প্রব্রজ্যাদান, মহাসতিপট্ঠান সূত্রপাঠ, মহাসংঘদান, অষ্ট-উপকরণদান, বুদ্ধমুর্তি দান ও সদ্ধর্ম সভা। এদিন বেলা ১২টার দিকে একক সদ্ধর্ম দেশনা দান করবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা বৌদ্ধ শাসনের আলোকবর্তিকা খ্যাত পূণ্যপুরুষ ধূতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ স্থবির।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।