২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়া-টেকনাফের জনগনকে এমপি বদির স্যালুট


উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফের জনগনকে স্যালুট জানিয়েছেন। আজকে তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, উখিয়া-টেকনাফের জনগন আমাকে দুইবার তাদের মূল্যবান ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। চেষ্টা করেছি তাদের মহা মূল্যবান ভোটের মর্যাদা দেয়ার। সুখে-দুঃখে, বিপদে-আপদে, উন্নয়নে পাশে থাকার চেষ্টা করেছি। জনগনই আমাকে সম্মান দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তাই স্যালুট জানাই উখিয়া-টেকনাফের সর্ব-স্তরের জনসাধারনকে। আর দোয়া ও সমর্থন চাই যাতে বাকী জীবনেও তাদের পাশে থাকতে পারি।
উল্লেখ্য, আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেন। পরেরবার ২০১৪ সালে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী তাহা ইয়াহিয়াকে পরাজিত ২য় বারের মত সাংসদ হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি গরীব-দুঃখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছেন। সেই সাথে অবহেলিত উখিয়া-টেকনাফে উন্নয়নের নব-দিগন্ত উন্মোচন করেছেন। শত আলোচনা-সমালোচনা সত্ত্বেও তিনি মানু্ষের পাশে থেকেছেন।
এমপি বদির স্ট্যাটাসে প্রায় ৫০ জনের উপর ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন।
মোঃ ফারুক খান নামে একজন লিখেছেন, আমরা ও ধন্য আপনার মত একজন জনদরদী এম.পি পেয়ে। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান,, আমরা আছি আপনার সাথে। জাকের হোসাইন নামে একজন লিখেছেন, আমরা ও ধন্য আপনার মত একজন জনদরদী এম.পি পেয়ে। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান,, আমরা আছি আপনার সাথে। সেলিম ওয়াজেদ নামে একজন লিখেছেন, আপনাকে স্যালুট আপনি দেশের মানিক গরীবের বন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সৈনিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।