নিজস্ব প্রতিনিধি, উখিয়াঃ উখিয়ার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু প্রতিপক্ষের স্বত্ত্বদখলীয় ও পৈত্রিকসুত্রে প্রাপ্ত সম্পত্তি জবরদখল করার অপচেষ্টা চালিয়ে বসতবাড়ীতে হামলা চালিয়েছে। এসময় সন্ত্রাসীরা স্বর্ণালংকার,নগদ টাকাসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে। বাধা দিতে গেলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার চাকবৈঠা গ্রামের মৃত মাওলানা আলী হোসেনের ছেলে ছৈয়দুল আলম অভিযোগ করে জানান, উয়ালাপালং মৌজার বিএস-৭৮ খতিয়ানের দাগাদির আন্তর ১.৫২শতক ও বিএস ১৬৫৩নং খতিয়ানের ১৩৯৭দাগের ৪২শতক সর্বমোট ১ একর ৯৪শতক জমি তারা ভোগদখল করে আসছে যোগ যোগ ধরে। তাদের বসতভিটা লাগোয়া এসব জমি প্রতিপক্ষরা জবরদখল করার জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ ঘটনায় ছৈয়দুল আলম বাদী হয়ে রতœাপালং ইউনিয়নের চাকবৈঠা মোরাপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে কামাল উদ্দিন, ইকবাল, খাইরুল বশর, সাহাব উদ্দিন, মাহামুদুল হক, জসিম উদ্দিন, আব্দুল গফুর, মনজুর আলম, জাহাঙ্গীর, আবুল কালাম, ফরিদ, শামসুদ্দিন আব্বাস হোছন সহ ১৬জনকে আসামী করে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে একটি মামলা দায়ের করেন। এবং উক্ত জমিতে স্থিতিশীল অবস্থায় জারী করে মহামান্য আদালত। অথচ প্রতিপক্ষ সন্ত্রাসীরা আদালতের স্থিতি আদেশ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসীরা গত ২ডিসেম্বর অতর্কিত ভাবে ২০/৩০জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বসতবাড়ীতে হামলা চালায়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছৈয়দুল আলম ও মেয়ে নাসরিন জাহান, আয়েশা বেগম তার স্বামী শাহ আলম ও শাহজাহান সহ ৫জন আহত হয়। আহতদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল অবশ্যই বেআইনী। এ ধরনের কোন কাজ যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।