২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উখিয়া বিএনপি’র গণস্বাক্ষর অভিযান শুরু

UKHIYA PIC 30.03.2015(3)
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে উখিয়ায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন উদ্বোধনী স্বাক্ষরের মাধ্যমে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সালাম সিকদার, রাজাপালং উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহি উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, রাজাপালং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি  সিরাজুল হক ডালিম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ। গণস্বাক্ষর অভিযান উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধে এসরকার বিপর্যস্ত হয়ে গণগ্রেপ্তার, খুন, গুম ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের নামে হয়রানি করছে। তিনি আরো বলেন, গণস্বাক্ষর অভিযানের মধ্যমে ২০ দলীয় জোট প্রমাণ করবে সালাহ উদ্দিন আহমদ একজন দেশের শীর্ষ জনপ্রিয় নেতা। তাই তাকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।