কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রাখাইন প্রদেশে নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি, যুব ও মহিলা শাখার নেতৃবৃন্দ।
‘মানুষ মানুষের জন্য’ এই প্রত্যয়কে সামনে রেখে রোববার (১ অক্টোবর) উখিয়ার কুতুপালংয়ে ঘুমধুম ত্রাণ কেন্দ্রে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও রান্না করার জন্য ডেকচি-পাতিল।
ত্রাণ সামগ্রী বিতরণকালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া,সমাজকল্যাণ সচিব টিংকু বড়ুয়া, ধর্মীয় সচিব সচী ভূষণ বড়ুয়া, পাঠাগার সচিব প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, নির্বাহী সদস্য দুলাল বড়ুয়া, সাধন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব শাখার সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, সদস্য আপন বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ সমিতির কক্সবাজার জেলা শাখা এবং উখিয়া থানা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বৌদ্ধ নেতৃবৃন্দ বলেন, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক অসহায়-নিরীহ রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞচালাচ্ছে তা বাংলাদেশি বৌদ্ধরা কখনো সমর্থন করেন না। শুরু থেকেই বাংলাদেশী বৌদ্ধরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। হাজার বছর ধরে এই বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধরা অত্যন্ত শান্তপ্রিয়, বিনয়ী, বিশ্বস্ত, মৈত্রী পরায়ণ, মানবতাবাদী জাতি হিসেবে সকলের কাছে সমাদৃত। বাংলাদেশী বৌদ্ধরা কখনো অন্যায়, অমানবিকতা, হত্যা, নির্যাতন নিপীড়নকে সমর্থন করে না। বাংলাদেশী বৌদ্ধরা চায় সকলে সুখে-শান্তিতে নিরাপদে বসবাস করুক।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।