২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ | ২৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

এক নজরে বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবীর বর্ণাঢ্য জীবন


রাজনৈতিক এবং ক্রীড়া ব্যক্তিত্ব ও বান্দরবান পৌরসভার মাননীয় মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেতা এবং বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাশাপাশি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও বর্তমানে নিয়োজিত অাছেন।
পারিবারিক পরিচিতি:
ইসলাম বেবী জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৫ ইং , বান্দরবানের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে।পূর্ণ নাম মোহাম্মদ ইসলাম বেবী । বাবা মৃত আলিম উল্লাহ সওদাগর। তাঁর বাবা ছিলেন একজন সুনামধন্য শিক্ষানুরাগি এবং সমাজ সেবক। মা সলিমা খাতুন একজন গৃহিনী। বান্দরবান জেলা শহরে স্বপরিবারে বসবাস।
শিক্ষা জীবন:
মোহাম্মদ ইসলাম বেবী ছিলেন মা বাবার বেশ আদরের সন্তান। তাই মা বাবা ছেলেকে বান্দরবানের নাম করা স্কুলের পড়াতে মনস্থির করেন। ফলে,বাবা আলিম উল্লাহ তাঁকে ভর্তি করিয়ে দেন শীর্ষ বিদ্যাপীঠ বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে। তিনি এ স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে বান্দরবান সরকারী কলেজ থেকে বি.এ পাস করেন।
রাজনৈতিক জীবন:
ইসলাম বেবী বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়েই বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মকাণ্ডে জড়িত হন। বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে যোগ দেন উনসত্তরের গণ অভ্যুত্থানের মিছিলে। ৭০ দশকের শুরুতে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬৮ সালে তিনি বান্দরবান জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বান্দরবান জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন এবং বিভিন্ন সময়ে ইসলাম বেবী বান্দরবান জেলা আওয়ামীলীগে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, যুগ্ন সাধারন সম্পাদক, এবং সহসভাপতি নির্বাচিত হন। ২০১৫ সালে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।
ক্রীড়া কর্মজীবন:
দীর্ঘকালীন ক্রীড়া সম্পৃক্ততার কারণে ক্রীড়া বিনোদনের মাধ্যমেই ইসলাম বেবী পরিচিতি লাভ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকার সদস্য এবং পরবর্তীতে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি নানাভাবে সম্পৃক্ত।
ইসলাম বেবী শহরকে একটি আধুনিক মানের সবুজ নগরী সৃষ্টিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদসহ নানা কর্মকান্ডে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সন্ত্রাস এবং জঙ্গী নির্মুলে শক্ত প্রশাসন গড়ে তুলেছেন। নগরীর জলাবদ্ধতা নির্মুলে নতুন নতুন নালা নর্দমা সৃষ্টি এবং ড্রেজিংসহ নানা কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। বান্দরবানকে একটি অসাম্প্রদায়িক শহর গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় হৃদ্য মেলবন্ধন সৃষ্টিতে অবদান রেখে যাচ্ছেন।প্রিয় নগর পিতা আপনি স্বমহিমায় এগিয়ে যান সম্মুখপানে।
লামার আজিজনগরে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত

নুরুল আলম রাজা বান্দরবানঃ
বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। এসব শিক্ষার্থীর মনে এখন বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। নতুন বইয়ের ঘ্রাণ যেন মাতোয়ারা করেছে তাদের। নতুন বছরের আনন্দ, নতুন ক্লাসে উঠার আনন্দ, নতুন বই পাওয়ার আনন্দ সকলের চোখে-মুখে। সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল উদযাপিত হয় বই উৎসব। এতে যোগ দেয় হাজারো শিশু-কিশোর। ভোরের আলো ফুটতে বিদ্যালয়গুলোতে নতুন বই পাওয়ার আশায় ছুটে শিক্ষার্থীরা। পরে অনাবিল আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে ঘরে ফেরে। মা-বাবাকে প্রবল উৎসাহ নিয়ে দেখায় নতুন বছরের প্রথম দিন উপহার হিসেবে পাওয়া বইগুলো। বই বাঁধাই নিয়ে চলে খুনসুটি।
উৎসবের উদ্বোধন করেন আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিজনগর আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামরুল ইসলাম কানন। বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, তামাচিং মার্মা প্রমূখ। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেয়ার মহতি উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।