নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী কক্সবাজার প্রাঙ্গণে জেলা এনসিটিএফ কমিটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ রতন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার কানন পাল এবং সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মো. শাহীন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এরপর এনসিটিএফ সম্পর্কে সবাইকে অবগত করাসহ সাফল্য-ব্যর্থতা সমূহ উপস্থাপন করেন নাইজিন হুদা প্রমি এবং শিশু সাংবাদিক মো. জুয়েল। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এনসিটিএফ এর কাজের গতিবিধি আরো সোচ্চার করার আহবান করেন। এনসিটিএফ তার কাজের গতিবিধি ধরে রাখার নিমিত্তে কর্মপরিকল্পনা ২০১৮ প্রস্তুত করে এবং সবার সামনে এটি পড়ে শোনায় চাইল্ড পার্লামেন্ট মেম্বার হৃদয় এবং শিশু গবেষক সিফাত। পরে দ্বিতীয় অধিবেশনে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এনসিটিএফ কক্সবাজার জেলা কমিটির নবনির্বাচিতরা হচ্ছেন- সভাপতি সাঈদ বিন আল হোসাইন, সহ-সভাপতি তাসকিয়া সুলতানা শাম্মী, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা ছিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক তুলি জাহান, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মো. শরীফ ও ইসরাত কাশেম বর্ষা, শিশু সাংবাদিক সোয়াবিল হোসাইন বিজয় ও নাসরিন সুলতানা রুমি, শিশু গবেষক রবিউল আলম সোহাগ ও রেশমি আক্তার।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ভলেন্টিয়ার মরিয়ম আমিন ফেন্সী। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার রতন দাশ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানে প্রায় ৯০ জন শিশু অংশগ্রহণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।