২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

এবার বিজিবি’র জালে হ্নীলার ইয়াবা সম্রাট শাহীনের ছোট ভাই আমিন

বিজিবি চেকপোষ্টে তল্লাশী চলাকালে হ্নীলার ইয়াবা সম্রাট মোহাম্মদ আলম শাহীনের ছোট ভাই মুহাম্মদ আমিন সৌরভ (২১) কে আটক করেছে বিজিবি। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটার দিকে ২ বিজিবি’র হোয়াইক্যং বিওপির চেকপোষ্টে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিসে তল্লাশী চলাকালে তার ব্যাগের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবা বড়ি, নগদ ১ হাজার ৮০০ টাকা ও ব্যবহৃত ২টি মুঠোফোনসহ আটক করে বিজিবি জওয়ানরা। এদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পুলের ডেইল এলাকার রবিউল হোসেন প্রকাশ আনসারের তিন পুত্রই একন সীমান্তের অপরাধ কর্মকান্ডে জড়িত হয়ে পড়েছে। আর তাতেই চলছে নানা আলোচনা। আনসারের প্রথম সন্তান জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচাকারী। আর দ্বিতীয় সন্তান কথিত সংবাদকর্মী পরিচয় বহনকারী ও শীর্ষ ইয়াবা সম্রাট মোহাম্মদ আলম শাহীন। আর তৃতীয় পুত্র সদ্য বিজিবির হাতে আটক মোহাম্মদ আমিন সৌরভ। তিন সন্ত্রানের এত বেপরোয়া ইয়াবা ও মাদক পাচারে হ্নীলায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
জানাযায়, সৌরভের মেঝ ভাই হ্নীলার শীর্ষ ইয়াবা সম্রাট মোহাম্মদ আলম শাহীন দীর্ঘদিন পলাতক রয়েছে। পলাতক থাকার শুভাদে বড় ভাইয়ের ব্যবসা চালি যাচ্ছেন সৌরভ। এরআগের বেশ কয়েকটি চালান নিয়ে মোহাম্মদ আলম শাহীন সিন্ডিকেটের আরও কয়েকজন সদস্য আটক হলেও এখনো ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে হ্নীলার ইয়াবা সম্রাট মোহাম্মদ আলম শাহীন।
এদিকে স্থানীয় একাধিক সুত্র বলছে, কখনো সংবাদকর্মী আবার কখনো ছাত্রদল নেতা পরিচয়ে পুলিশের হাত থেকে রক্ষা পাই শাহীন। সম্প্রতি কক্সবাজার প্রচার বহুল দৈনিক আজকের কক্সবাজারে সংবাদ প্রকাশের পর গা ঢাকা দেয় হ্নীলার এই ইয়াবা সম্রাট।
সুত্রটি আরও বলছে, মোহাম্মদ আলম শাহীন মোটা অংকের টাকার বিনিময়ে কিছু ছাত্রদল নেতাকর্মীকে হাত করে এই ব্যবসা চালিয়ে নিচ্ছেন দীর্ঘদিন বত। প্রথমে ইয়াবা সম্রাটের তালিকায় আসলেও পরে মানবপাচারের তালিকায়ও আসে মোহাম্মদ আলম শাহীনের নাম। তাই এখনো পর্যন্ত প্রশাসনের নজরে আসলেও ধরাছোয়ার বাইরেই রয়েগেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।