২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

এমপি কমল এর নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল আত্মমানবতার সেবায় নেপাল

download
কক্সবাজার- ০৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল আর্তমানবতার সেবায় ১৯ সদস্যের একটি মেডিকেল টিম নিয়ে শনিবার (২৪ মে) নেপাল গমন করছেন। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হিমালয়ের পাদদেশে দূর্গম এলাকার জনগনের মাঝে তারা চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধপত্র, খাদ্য সমাগ্রী ও আর্থিক সহযোগীতা দিবেন বলে জানা গেছে।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তীতে উপর্যপুরি কয়েকবার ভূমিকম্প হয়। এতে নেপালের সর্বত্র ধ্বংসস্তুপে পরিনত হয়। দশ হাজারের অধিক নিহত হয় এবং লক্ষাধিক লোক আহত হয়। এখনও চারদিকে খাদ্য, পানি ও বস্ত্র সংকটের মধ্যে আছে নেপালিরা। লক্ষ লক্ষ লোক এখনও তাঁবুতে বসবাস করছে। অতঃপর কক্সবাজারের (সদর-রামু) আসনের সংসদ সদস্য কমলের নেতৃত্বে কক্সবাজারবাসী সর্বহারা নেপালীদের সহযোগীতায় এগিয়ে আসেন। কক্সবাজারবাসী এম.পি কমলের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ।

১৯ সদস্যের টিমে ডাক্তার, রাজনীতিবীদ, সমাজসেবক ও ছাত্রনেতারা রয়েছেন। টিমের সদস্যবৃন্দ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পি, ডাক্তার নিকোলাস বিপুল হালদার, নূরুল আমিন কোম্পানী চেয়ারম্যান, অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সজল বড়–য়া, সেলিম মোর্শেদ ফরাজী, জামাল উদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, রস্তম আলী চৌধুরী, ইফতেকার উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, জাহেদ সরওয়ার সোহেল, তৌফিকুল ইসলাম লিপু, মোর্শেদুল আলম, সফিকুল ইসলাম প্রমূখ। তারা সবাই স্ব-উদ্যেগে নিজ খরচে নেপাল যাচ্ছেন।

উল্লেখ্য দূর্যোগ দূর্দিনে সাইমুম সরওয়ার কমল মানুষের পাশে ছিলেন। ২০০৪ সালের ভয়াবহ বন্যার সময় এম.পি কমল এক বিশাল দল নিয়ে উত্তরবঙ্গে দূর্গতদের পাশে দাঁড়ান। ২০০৭ সালে ভয়াবহ সিডরে আক্রান্ত বাগেরহাটের শরণখোলায় গিয়ে কমল কক্সবাজারবাসীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তাছাড়া ১৯৯১ সালের ঘূর্নিঝড়, ২০০৯ সালের বন্যা, ২০১২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যা ও ২০১৩ সালের বন্যার সময় কমলের নেতৃত্বে বিশাল দলের দূর্গতদের সেবা প্রদান জেলাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।