উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা হুবুহু তুলে ধরা হলঃ
আবদুর রহমান বদি। উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত ২ বারের সংসদ সদস্য। এর আগে ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র। জনগন যাকে যখনই সুযোগ পেয়েছে তখনই তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। তার ফলশ্রুতিতে এমপি বদি কোনদিন জনগনের সাথে বেইমানি করেননি। জনগনের কাছে তিনি শাসক হিসেবে আবির্ভূত হননি। ছিলেন সেবক হিসেবে। তাই তাদের সেবায় নিজেকে করেছেন আত্ননিয়োগ।
জনগনের একটি টাকা আত্নসাত করেছেন বা কারো কাছে অনৈতিক সুবিধা নিয়েছেন এমন প্রমান কেউ দিতে পারবে না। যতদিন সুযোগ পেয়েছেন ততদিন ছিলেন জনগনের পাশে। ওনি কখনো নিজেকে এমপি হিসেবে জাহির করতেন না। তার কাছে সবাই পেয়েছে সমান সুযোগ। অনেক ক্ষেত্রে তিনি সমাজের উচ্চ শ্রেনীর মানুষের চেয়ে গরীব-দুঃখীরাই ছিল ওনার আপনজন। তাই তিনি আজ বিরাগভাজন হয়েছেন সমাজের কিছু উচ্চ শ্রেনীর মানুষের কাছে। অনেকের অন্যায় আবদার রক্ষা না করায় তার বিরুদ্ধে বিনিয়োগ করছেন কোটি কোটি টাকা। আর বিভিন্ন মিডিয়ার কাছে তাকে বানিয়েছেন ইয়াবা ব্যবসায়ী, মানবপাচারকারী সহ আরো অনেক কিছু। তবুও তিনি সুযোগ থাকা সত্ত্বেও ওনার বিরুদ্ধে আচরনকারীদের কোন দিন হয়রানী করেননি। আজকের দিনে সেটাই মনে হচ্ছে অপরাধ।
তবুও কবির ভাষায় বলব…
“আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাধিঁ তার ঘর
আপন করিতে কাদিঁয়া বেড়ায় যে মোরে করেছে পর”
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।