কক্সবাজারের উখিয়া-টেকনাফের সরকার দলীয় এমপি আবদুর রহমান বদিকে মুক্তি দিয়ে অসহায় মানুষের কান্না থামানোর আহবান জানিয়েছে তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা।
রবিবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়েলর সামনে আয়োজিত জনপ্রতিনিধিদের মানববন্ধন ও সমাবেশে এ আহবান জানানো হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের মাঝে অসাধারণ গুণ সম্পন্ন ব্যক্তি এমপি আবদুর রহমান বদি। দূর্নীতির অভিযোগে মিথ্যা-হয়রানীমূলক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের গাজিপুরের কাশিমপুর করাগারে গত ১১ দিন ধরে বন্দি তিনি।
বক্তারা আরো বলেন, একজন এমপি বদির শুন্যতায় হাজারো মানুষের ঘুম নেই। বদি মুক্তি আন্দোলনে মাঠে নেমে পড়েছে সর্বশ্রেনী পেশার মানুষ। সবার একটিই দাবী ‘এমপি বদির মুক্তি চাই।’
মানববন্ধনে উখিয়া ও টেকনাফের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, মেম্বার ও মহিলা মেম্বাররা অংশ নেয়।
ব্যানার-প্লে-কার্ড হাতে নিয়ে জনপ্রতিনিধিরা দুই উপজেলার উন্নয়নের স্বার্থে এমপি বদিকে অবিলম্বে আইনী প্রক্রিয়ায় মুক্তি দেয়ার দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমান, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান এইচ কে আনোয়ার, হোয়াইক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন, সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।