কনক বড়ুয়া,নিউজরুম এডিটর: উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান এম মনজুর আলম মেম্বার সমাজ সেবা ও এলাকার উন্নয়নে গনমানুষের কাছে এক নিবেদিত প্রাণ। সাদা-মাটা সুলভ প্রকৃতি উদিয়মান হলদিয়ার ইউপি সদস্য এম মনজুর আলম এলাকার দুস্থ দরিদ্র অসহায় মানুষের কল্যানে কাজ করে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
তার সেবা মুলক কর্মকান্ডে সাধারন মানুষ সন্তুষ্ট বলে জানা যায়। এই সেই একজন মানুষ, যিনি কারো সাথে কোনদিন হাসি ছাড়া কথা বলেন না, গরীব-ধনী বলে নেই কোন ব্যবধান। তিনি সকলের অাপজন, যখন কোন মানুষ তার সাথে কথা বলতে যান যত ব্যস্থই বা অসুস্থ থাকুক হাসিমুখে মানুষের মনের কথা শুনেন শান্তনার সাথে সমাধান করেন। তাই হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনসাধারনের হৃদয়ে স্থান করে নিয়েছেন। হিংসা বা লোভ তাকে চুম্মন করতে পারে না। এ জন্য হলদিয়ার জনগণ বলতে পারে না যে তার জন্য কারো ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই তিনি হলদিয়ার গণমানুষের উন্নয়নের প্রাণ। রুপকার হিসেবে জন হৃদয়ে স্থান করে নিয়েছেন।
গত ইউনিয়ন নির্বাচনে তিনি জনগণের ভোটে বিজয়ী হয়েছেন। তার এলাকায় রাস্তাঘাট স্কুল-কলেজ, বিদ্যুৎ উন্নয়ন, ব্রিজ কালভাট, স্বাস্থ্য সেবা নিশ্চিত ভুমিকায় ইউনিয়নে বিভিন্ন কর্মকান্ড সৎ ভাবে হয়েছে। তার সহযোগিতায় গৌরবের সাথে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়, মরিচ্যা পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোরাইয়ারদ্বীপ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার অালো প্রসার করেছে ।এখন শিক্ষক ও শিক্ষার্থীদের মুখে মুখে উন্নয়নের রুপকার এম মনজুর আলম মেম্বার।
এছাড়া দক্ষতার সাথে ইউপি থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা রকম জনকল্যাণের সুবিধার বিষয়ে তিনি নিরলস ভাবে সফলতার সঙ্গে কাজ করে অাসছেন। তিনি সর্বদায় প্রশাসনের কর্মকর্তা বা কর্মচারীদের কোন প্রকার কাজে কোন সময় হয়রানি মুলক অাচরণ করেন না, তাই প্রশাসনের কাছে হয়েছেন স্ব- শ্রদ্বাভাজন । প্রশাসন তথা সকল কর্মকর্তা তার জনগণকে কোন ভাবে হয়রানি মুলক অাচরণ করবেননা। সর্বদায় তার জনগণ শান্তিপুর্ণ মনোভাব প্রকাশ করবে। তার কাছে কোন রকম স্বজনপ্রীতি নেই। সবাইকে সমান ভাবে মুল্যায়ন করে থাকেন। এলাকার স্কুল, মসজিদ-মাদ্রাসা, এতিমখানার উন্নয়নে তিনি অবদান অসাধারণ তাই এ এলাকার উন্নয়নের রুপকার বলে। এলাকার সাধারন মানুষের কাছে খোজ নিয়ে জানতে পারি তিনি জনস্বার্থে কাজ করেন। তার চিন্তা চেতনায় মানুষের কল্যাণে কাজ করার ব্যাপক উৎসাহ রয়েছে।
এছাড়া যে কোন দুঃস্থ পরিবারের সুখে দুঃখে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধনী-গরীব সকলের পারিবারিক অনুষ্টানে সব সময় সাধারণ মানুষের পাশে দেখতে মনোনিবেশ করে। সামাজ পরিচানায় তার বিরাট ভুমিকা রহিয়াছে, পারিবারিক থেকে শুরু করে গোষ্ঠী গ্রাম্যের দেন দর্ভারের মিমাংসায় বা এলাকার মানুষের স্ব-স্হানে বসবাস করার শান্তির লক্ষে বিরাটত্ব ভুমিকা রেখে অাসছেন।
এলাকার যুব-সমাজকে বিপথ থেকে সরিয়ে আনতে তিনি মাদক চুরি-ডাকাতি ও দাঙ্গা নিরমল অাইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে এলাকার জনসাধারণ এখন দিবা-রাতে নির্ভয়ে চলাচল করতে ভুমিকা রেখেছে । তার এ ভুুমিকায় এলাকায় শান্তি বিরাজ করছে। এখন তার প্রসংসা মানুষের মুখে মুখে স্হান পেয়েছে এলাকার গনমানুষের হৃদয়ে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।