২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

এলাকার সকল ধরণের উন্নয়ন কাজের ক্ষেত্রে চকরিয়া সমিতির মতামতই প্রাধান্য দেয়া হবে

ডকক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, এলাকার যেকোন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ডের ক্ষেত্রে চকরিয়া সমিতি-চট্টগ্রাম এর মতামত ও পরামর্শ যথাযথভাবে প্রাধান্য দেয়া হবে। কারন চট্টগ্রামস্থ চকরিয়া সমিতি সবসময় এলাকার সার্বিক মঙ্গল প্রত্যাশী। প্রতিষ্ঠা লগ্ন থেকে সমিতির সার্বিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, চকরিয়া সমিতির মতো এ ধরণের সামাজিক সংগঠন আছে বলেই জীবন-জীবিকার তাগিদে হাজারো চকরিয়াবাসি ব্যস্ততম নগরী চট্টগ্রামে বসবাস করে একত্রে মিলিত হতে পেরেছে। রোববার (১৮জুন) বন্দর নগরী চট্টগ্রামের স্মরণিকা কমিউনিটি সেন্টারে সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি সমিতির যেকোন ধরণের কর্মকান্ডে তাঁর অবস্থান থেকে সর্বপ্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
সংগঠনের সভাপতি সেতারা গাফফার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.হামিদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মোঃ আবু নোমান, সমিতির প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার হোছাইন কন্ট্রাক্টর, সমিতির সদস্য কক্সবাজার জেলা পরিষদের লায়ন কমর উদ্দিন আহামদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া সমিতির সহ-সভাপতি ড. মোঃ সানা উল্লাহ্্, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ্, পেকুয়া উপজেলা পরিষদের চেযারম্যান শাফায়েত আজিজ রাজু, চকরিয়া বায়তুশ শরফ মসজিদের খতিব হাফেজ বশির আহামদ প্রমুখ। অনুষ্ঠানে সমিতির সকল সদস্য, চকরিয়া উপজেলার বিশিষ্টজন, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।