আয়োজক দেশ : ২০১৮ আসরের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তান ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ।
প্রথম আসর : এশিয়া কাপের প্রথম আসর বসে ১৯৮৪ সালে আরব আমিরাতে। এ আসরে চ্যাম্পিয়ন হয় ভারত।
শেষ আসর : এশিয়া কাপের শেষ আসর বসে বাংলাদেশে ২০১৬ সালে। বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
সর্বোচ্চ আয়োজনকারী দেশ : বাংলাদেশ (চার বার)।
২০১৮ আসরের ফরম্যাট : ৫০ ওভার (গত আসর টি-টোয়েন্টি ছিল)
বর্তমান চ্যাম্পিয়ন : ভারত।
সর্বোচ্চ চ্যাম্পিয়ন : ভারত (৫ বার)।
সর্বোচ্চ রান : সনাথ জয়সুরিয়া (১২২০)
সর্বোচ্চ উইকেট : মুত্তিয়া মুরালি ধরন (৩০টি)।
সবচেয়ে বেশি ছয় : শহীদ আফ্রিদি (২৬টি)।
সবচেয়ে বেশি চার : সনাথ জয়সুরিয়া (১৩৯টি)।
সবচেয়ে বেশি অর্ধশতক : কুমার সাঙ্গাকারা (৮টি)।
সবচেয়ে বেশি শতক : সনাথ জয়সুরিয়া (৬টি)।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।