বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে,জেলার সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কক্সবাজার সদর উপজেলা। এ উপজেলায় ৩০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপর ক্রমান্বয়ে চকরিয়ায় ২৩৩ জন, রামুতে ৩৭, উখিয়ায় ৩৪, পেকুয়ায় ৩২, মহেশখালীতে ২৮, কুতুবদিয়ায় ২৪ ও টেকনাফে ২১ জন। স্কুল ভিত্তিক সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ, তাদের ১২৬ জন শিক্ষার্থী এ কৃতার্থ দেখান। এরপর ক্রমান্বয়ে সেরা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১০৯ জন), তৃতীয় স্থানে চকরিয়া কোরক বিদ্যাপিঠ (১০২ জন), চতুর্থ স্থানে চকরিয়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় (৩০ জন) এবং পঞ্চম স্থানে চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুল (২৮ জন)। এছাড়া জেলার একমাত্র ১০০ শতাংশ পাসের হার পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয়।
উপজেলা ভিত্তিক জিপিএ-৫ ও পাসের হারে সেরা বিদ্যালয়- কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (১২৬ জন) ও পাসের হারে সর্বোচ্চ গোমাতলী উচ্চ বিদ্যালয় (৯৭.৩৭ শতাংশ); রামু উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ রামু বালিকা উচ্চ বিদ্যালয় (১২ জন) ও পাসের হারে সর্বোচ্চ নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় (৯৬.০৯ শতাংশ); চকরিয়া উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ চকরিয়া কোরক বিদ্যাপীঠ (১০২ জন) ও পাসের হারে সর্বোচ্চ কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (৯৭.৪১ শতাংশ); পেকুয়া উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন (২১ জন) ও পাসের হারে সর্বোচ্চ রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় (৯০.১০ শতাংশ; মহেশখালী উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মহেশখালী মডেল উচ্চ বিদ্যালয় (৯ জন) ও পাসের হারে সর্বোচ্চ মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯৪.৯৪ শতাংশ); কুতুবদিয়া এ উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও পাসের হার দু’টোই কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় (১৭ জন ও ৮১.৮৭ শতাংশ); উখিয়া উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ উখিয়া উচ্চ বিদ্যালয় (১২ জন) ও পাসের হারে সর্বোচ্চ জালিয়াপালং উচ্চ বিদ্যালয় (৮১.০৩ শতাংশ) এবং টেকনাফ উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ হ্নীলা উচ্চ বিদ্যালয় (৬ জন) ও পাসের হারে সর্বোচ্চ সাবরাং উচ্চ বিদ্যালয় (১০০.০০ শতাংশ)।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।