২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে কড়া নির্দেশ জেলা প্রশাসকের

২০১৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে আজ অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরন, কেন্দ্রসহ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান, শিক্ষার্থীদের আসন বন্টন, কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো সঠিকভাবে পালন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।
এ ছাড়া তিনি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যার যার স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
একই সাথে কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলে কোন মতেই ছাড় দেয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসক এসএসসী পরীক্ষার প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারী থাকবে এবং নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবেও বলে জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাজাহান আলী, জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস, শাহরীন ফেরদৌসী ও ফারজানা প্রিয়াংকা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রামমোহন সেন, কেন্দ্র সচিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।