২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমানের সাক্ষাত

ঐক্যবদ্ধ থাকলে আ’লীগকে কেউ হারাতে পারেনা

সংবাদ বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনা। তাই কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীকের উপচে পড়া বিজয় থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনেও চারটি আসনে বিজয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে।” এসময় পর্যটন নগরীর সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, “মুজিবুর রহমানকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় আমি কক্সবাজার পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি পৌরসভার যানবাহন সঙ্কট, যানজট নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় সব ধরণের উন্নয়নসহ সর্বোপুরী মেয়রের দাবীর প্রেক্ষিতে বৃহত্তর ৭নং ওয়ার্ডের সন্ত্রাসী জনপদে দ্রুত সময়ের মধ্যে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দেন সরকার প্রধান।”

মঙ্গলবার রাত ৮টার দিকে গণভবনে কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি এসব কথা বলেন। এর আগে সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে সালাম করেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান ও দলীয় কাউন্সিলররা।

পরে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রেজাউল করিম, সালাউদ্দিন আহমদ সিআইপি, নুরুল আবছার, মাহমুদুল হক চৌধুরী, কানিজ ফাতেমা মোস্তাক, মাসেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান চৌধুরী, রাশেদুল ইসলাম, নাজনীন সরওয়ার কাবেরী, আলহাজ¦ শফিকুর রহমান, মোহাম্মদ নজিবুল ইসলাম, হাজী এনামুল হক, উজ্জ্বল কর, আবু তালেব, মাহমদুল করিম মাদু, শহিদুল হক সোহেল, বদরুল হাসান মিল্কী, শফিকুল কাদের, হেলাল উদ্দিন কবির, কায়সারুল হক জুয়েল, জহিরুল ইসলাম, শফিউল্লাহ আনছারী, রফিকুল ইসলাম প্রিন্স, নুসরাত জাহান মুন্নী, কাজী মোরশেদ আহম্মদ বাবু, সালাউদ্দিন সেতু, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, এবি ছিদ্দিক খোকন, শাহজাহান ছিদ্দিকী, খোরশেদ আলম, মোহাম্মদ আজিম, জিএম কাশেম ও সাহাব উদ্দিন সিকদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।