রায়হান সিকদার, (লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়ায় ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক ৪৭তম চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিল চুনতি সীরত ময়দানে আগামী ১ ডিসেম্বর ২০১৭ ইং রোজ জুমাবার থেকে আরম্ভ হতে যাচ্ছে। আশেকে রাসুল (সঃ) অলিকুল শিরোমনি প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত উক্ত মাহফিল উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি। মাহফিলে কোরআন ও হাদীসের আলোকের দেশের প্রখ্যাত আলেমেদ্বীনগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এ ব্যাপারে একই দিন সকালে চুনতিস্থ শাহ মঞ্জিলে লোহাগাড়ার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ হতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও মাহফিল নির্বাহী পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব ইসমাঈল মানিক।মাহফিল পরিচালনা কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাজী আরিফুল ইসলাম, কমরুল হোদা, কফিল উদ্দিন, পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহ শাহেব কেবলার দৌহিত্র শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,আমিনুর রহমান ছিদ্দিকী,আন্জুমানে তুলাবায়ে ছাবেকীনের সাধারণ সম্পাদক মাওলানা অলী উদ্দিন,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম। মতবিনিময় সভায় পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার বলেন,গতবারে ৪৬ তম সীরতুন্নবী (সঃ) মাহফিলে বাজেট রাখা হয়েছিল ১ কোটি ৮৪ লক্ষ টাকা।এবারে ৪৭তম সীরাতুন্নবী(সঃ) মাহফিলে ২কোটির উপরে বাজেট নির্ধারণ করা হয়েছে।
১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ইতিমধ্যে সব ধরনের সম্পন্ন করা হয়েছে । মাহফিল সুষ্টভাবে পরিচালনা করার জন্য প্রতিদিন ১৭ টি ইউনিট কাজ করবে,৫হাজার স্বেচ্ছাসেবক থাকবে এবং প্রতিদিন ১৫ হাজার আপ্যায়ন ও শেষ দিনে ১ লক্ষাধিক মানুষের আপ্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।